শরনার্থীদের আড়ালে জঙ্গিদের রাশিয়ায় প্রবেশের সুযোগ দিতে চাই না: পুতিন

0

শরনার্থীদের আড়ালে জঙ্গিরাও আফগানিস্তানের বাইরে চলে আসবে এই আশঙ্কার কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কারণে তালেবান আতঙ্কে আফগানিস্তান ছাড়তে ইচ্ছুকদের উদ্ধারে রাশিয়া কোনো ব্যবস্থা গ্রহণ করবে না বলেও জানান তিনি। রাশিয়ার প্রতিবেশি রাষ্ট্রগুলোতে আফগান শরনার্থীদের এনে রাখারও সমালোচনা করেন পুতিন। তিনি বলেন, শরনার্থীদের আড়ালে জঙ্গিরা এখানে চলে আসবে এমনটা আমি চাই না।

রয়টার্সের খবরে জানানো হয়েছে, ভিসার কার্যক্রম চালানোর জন্য আফগান শরনার্থীদের সাময়িক সময়ের জন্য মধ্য এশিয়ার দেশগুলোতে এনে রাখছে পশ্চিমা দেশগুলো। এ নিয়ে পুতিন বলেন, এর অর্থ হচ্ছে চাইলেই মধ্য এশিয়ার দেশগুলোতে ভিসা ছাড়াই যে কাউকে এনে রাখা যায়! অথচ পশ্চিমা রাষ্ট্রগুলো ভিসা ছাড়া কাউকে গ্রহণ করছে না। পশ্চিমা দেশগুলোর এমন কাজকে অন্য রাষ্ট্রের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন পুতিন।

যুক্তরাষ্ট্র গোপনে বেশ কিছু রাষ্ট্রের সঙ্গেই যোগাযোগ করেছে। এসব রাষ্ট্রে তালেবানের হাত থেকে রক্ষা পাওয়া আফগানদের সাময়িক আশ্রয় দেয়ার কথা বলছে দেশটি।

এরপর ভিসা কার্যক্রম শেষে এখান থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে এই আফগানদের। তবে পুতিনের আশঙ্কা এদের মধ্যে অনেক জঙ্গি লুকিয়ে থাকতে পারে। বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন তার রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টির নেতাদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন। পুতিন বলেন, আমরা চাইনা শরনার্থীদের মধ্যে লুকিয়ে কোনো জঙ্গি এখানে প্রবেশ করুক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com