তালেবানের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত চীন

0

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতার মসনদে বসেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। আশরাফ ঘানি সরকারকে হটিয়ে আফগানিস্তান দখলে নিয়েছে তারা।

তালেবানের উত্থানে স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মাঝেও বিরাজ করছে অস্বস্তি। ন্যাটোর অন্যতম সদস্য দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তালেবানকে স্বীকৃতি না দেয়ার জন্য বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তবে এত কিছুর মধ্যেও তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়তে প্রস্তুত বলে জানিয়েছে চীন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সাংবাদিকদের বলেছেন, ‘চীন স্বাধীনভাবে নিজেদের ভাগ্য নির্ধারণে আফগান জনগণের অধিকারকে সম্মান জানায়। আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখতে ইচ্ছুক চীন।’

পশ্চিমা বিশ্লেষকেরা মনে করছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যুদ্ধবিধ্বস্ত দেশটিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পে যুক্ত করার উপযুক্ত সুযোগ পেয়েছে চীন। আফগানিস্তানের বিপুল পরিমাণ খনিজ সম্পদের ওপরও লোলুপ দৃষ্টি রয়েছে চীনের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com