নথি প্রকাশ না করলে ৯/১১’র স্মরণানুষ্ঠানে বাইডেনকে চান না স্বজনরা

0

যুক্তরাষ্ট্রে ৯/১১-এর হামলাবিষয়ক নথি প্রকাশ না করলে নিহতদের স্মরণানুষ্ঠানে উপস্থিত না থাকার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজনরা। ওই হামলায় সৌদি আরব জড়িত কি-না, তা স্পষ্ট জানতে চান তারা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্মম সেই হামলার ঘটনার ২০তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রকাশিত একটি চিঠিতে প্রায় এক হাজার ৮০০ জন সই করেন। নথি প্রকাশ করতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে তারা ভয়াবহ ওই হামলার পরিকল্পনায় সৌদি আরবের কর্মকর্তারা জড়িত ছিলেন কি-না তা জানতে চান। তারা বলেন, প্রেসিডেন্ট যদি নথি প্রকাশ না করেন তাহলে আগামী মাসে ২০তম বার্ষিকীর অনুষ্ঠানে তার অংশ নেয়া উচিত নয়।

যদিও এ বিষয়ে ওয়াশিংটনে সৌদি দূতাবাস থেকে তৎক্ষণাৎ কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাতীয় নিরাপত্তার’ বিষয়টি ভেবে আগের প্রশাসন তা প্রকাশ না করলেও বাইডেন প্রশাসন একটি উপযুক্ত সমাধান খোঁজার চেষ্টা করছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বেশ কয়েকবার বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে বৈঠকও করেন বলে জানান তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান। আহত হন আরও বহু মানুষ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ওই হামলা চালায় বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বলেন, ওই হামলা চালিয়েছিল সন্ত্রাসী গ্রুপ আল-কায়েদা। সেদিন হামলাকারীরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্র ও ওয়াশিংটনের পেন্টাগন ভবনে আঘাত হানে, আরেকটি বিমান কোথাও আঘাত হানার আগেই বিধ্বস্ত হয়। মোট ১৯ জন বিমান ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক।

ভুক্তভোগী পরিবারগুলো অনেক দিন ধরেই অভিযোগ করে আসছেন, সৌদি কর্মকর্তারা এ হামলার কথা আগে থেকেই জানতেন এবং তা ঠেকানোর জন্য তারা কিছুই করেননি। তারা সৌদি সরকারের বিরুদ্ধে একটি মামলাও করেন। তবে সৌদি আরব এতে জড়িত থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com