তিব্বত সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

0

চীনের কর্তৃপক্ষ হিমালয় অঞ্চলের ঐতিহ্যবাহী বৌদ্ধ সংস্কৃতির ওপর কর্তৃপক্ষের কঠোর নিয়ন্ত্রণ এবং তৎসহ এলাকার অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করার পটভূমিতে, বিরল এক সফরে তিব্বত সফরে গেলেন, প্রেসিডেন্ট শি জিংপিংI রাষ্ট্রীয় মাধ্যমজানায় প্রেসিডেন্ট শি, দালাই লামা ঐতিহ্যবাহী প্রাক্তন নেতাদের প্রাসাদসহ, রাজধানী লাসা সফর করেনI

চীন সরকার সম্প্রতি বৌদ্ধ মন্দিরগুলির ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে এবং তিব্বতি ভাষার পরিবর্তে চীনাভাষায় শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছেI চীন সরকারের এসব পদক্ষেপের বিরোধিতাকারীদের নিয়মমাফিক আটক করা হয় এবং তাদেরকে দীর্ঘদিনের কারাদণ্ড দেয়া হয়ে থাকে, বিশেষত তারা যদি দালাই লামা সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য দোষী সাব্যস্ত হনI

চীন সরকার, ভারতের ধর্মশালায় অবস্থিত ধর্মীয় নেতা দালাই লামা স্বঘোষিত তিব্বতি নির্বাসিত সরকারকে স্বীকৃতি দেয় নাএবং চীন থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করার অভিযোগে দালাই লামাকে অভিযুক্ত করে থাকেI

চীন সরকার ইতিমধ্যেই তিব্বতের পর্যটন শিল্পে ব্যাপক সম্প্রসারণ ঘটিয়েছে, নির্মিত হয়েছে নুতন বিমান বন্দর, রেল লাইন ও মহাসড়কII

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com