চীনকে বোকা বানাতে চাইলে ঘটে যাবে রক্তারক্তি কাণ্ড: শি জিনপিং

0

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনকে কেউ বোকা বানাতে পারবে না। কেউ যদি চেষ্টাও করে, তার মহা প্রাচীরের সামনে মাথা ফাটিয়ে দেয়া হবে, ঘটে যাবে রক্তারক্তি কাণ্ড।

কমিউনিস্ট পার্টির শতবর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন কমিউনিস্ট পার্টির প্রধান শি জিনপিং।

শতবর্ষ উপলক্ষে বিখ্যাত নেতা মাও সে তুংয়ের ধূসর রঙের স্যুট পরে এসেছিলেন জিনপিং। তিয়ানানমেন

গেটের ব্যালকনি থেকে দেশের উন্নতিতে কমিউনিস্ট পার্টির অবদানের কথা জোর দিয়ে বললেন।

তিনি বলেন, চীনের মানুষের থেকে কমিউনিস্ট পার্টিকে কোনোদিন আলাদা করা যাবে না। চীনের আজ বিশ্বের অন্যতম বড় শক্তি হিসেবে উঠে আসার নেপথ্যে রয়েছে কমিউনিস্ট পার্টিই।

হংকংয়ে সরকার বিরোধী প্রতিবাদ নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্বায়ত্ত শাসন চলা তাইওয়ানকেও খুব শিগগিরি চীনের নিয়ন্ত্রণে আনাহবে বলে প্রতিশ্রুতি দিলেন জিনপিং।

চীনে গৃহযুদ্ধের পর ১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর থেকেই উন্নতি শুরু হয়েছে এবং চীন তার সম্মান ফিরে পেয়েছে। আজ গোটা বিশ্বের এক অন্যতম বড় শক্তি।

জিনপিং বলেন, ‘আমরা কোনো দিন কোনো দেশের ওপর দাসত্ব করতে বা অত্যাচার করতে চাইনি বা

করিনি। অতীতে করিনি, এখন করি না এবং ভবিষ্যতেও করব না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com