বিএনপি সবসময়ই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি ‘শ্রদ্ধাশীল’: খন্দকার মোশাররফ
বিএনপি সবসময়ই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি ‘শ্রদ্ধাশীল‘: বলে মন্তব্য করেছেন স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল শুক্রবার (২৫ জুন) রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর পাকিস্তানে ছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে তার করবের দেহাবশেষ ঢাকায় ফিরিয়ে এনে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়।এই কাজটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল ভাবে করতে পেরেছিলেন বলে আজকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে দেশের মানুষশহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে সম্মান জানাতে পারে।’
মোশাররফ বলেন, ‘এই ঘটনাটি প্রমাণ করে যে, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি কী পরিমাণ শ্রদ্ধাশীল। এই কারণে শ্রদ্ধাশীল যে, এই দল মুক্তিযুদ্ধের ঘোষণাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। আজকের এইদিনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে এসে পুনরায় সমাহিত করাহয়েছিল বলেই এদিন বিএনপি শ্রদ্ধার সাথে পালন করছে।’
স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর (বীর উত্তম), হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), কল্যাণপার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বক্তব্য দেন।