ইভিএম প্রকল্প টেকওভার করা হয়নি, ইভিএম কী হবে জানি না: ইসি সানাউল্লাহ

0

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ইভিএমের ভবিষ্যত কী হবে আমাদের জানা নেই।

রোববার (১২ জানুয়ারি) নগরীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় সভা শেষে ইসি একথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ইভিএম প্রকল্প টেকওভার করা হয়নি। ইভিএম কী হবে জানি না। বর্তমান মেশিন বুঝে নেবো ও রক্ষণাবেক্ষণ করবো। ইভিএম প্রকল্প গত জুন মাসে শেষ হলেও ইভিএম পুরোপুরি টেকওভার করা হয়নি। প্রশিক্ষণের অংশটুকু বাকি ছিল যা এ সপ্তাহে শেষ হয়েছে। এমন অবস্থা ইভিএমের ভবিষ্যৎ কী হবে আমাদের জানা নেই। তবে সংস্কার কমিশনের প্রস্তাবে এটার বিষয়ে কিছু আসতে পারে। সে যাই আসুক না কেন বর্তমানে যে মেশিনগুলো আছে তা রক্ষণাবেক্ষণ ও বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। জরুরিভিত্তিতে আমরা এটার দায় দায়িত্ব বুঝে নেবো। এগুলো সংরক্ষণ করবো পরে যে সিদ্ধান্ত হবে সেটা করবো।

এনআইডি স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যে সাংবিধানিক দায়িত্ব দেওয়া আছে তার সঙ্গে এনআইডি অন্য মন্ত্রণালয়ে যাওয়া সাংঘর্ষিক। সাংঘর্ষিক এজন্য যে সংবিধান আমাদের বলে দিয়েছে নির্বাচন, ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

তিনি আরও বলেন, আপানারা জানেন ২০০৭ সাল থেকে নির্বাচন কমিশন নিজেরাই এই ডাটা ডেভলপ করেছে। এই ডাটাবেজ থেকে দুটি জিনিস প্রডিউস হয় একটা ভোটার তালিকা অন্যটি এনআইডি। শুধু প্রিন্ট করার জন্য এই ডাটাবেজের ভিত্তি করে এনআইডি প্রিন্ট করার জন্য অন্য কোথাও যাক এটা যৌক্তিক নয়। আমরা আমাদের জনবল তৈরি করেছি প্রশিক্ষণ দিয়েছি এবং আমাদের কর্মকর্তাদের সক্ষমতা তৈরি হয়েছে মাঠ পর্যায়ে। এনআইডি অন্য কোথাও নিয়ে যাওয়া সঙ্গত হবে না। যে ডাটাবেজ আমাদের এটা আমাদের নিজস্বই থাকতে হবে। এই প্রাইমারি ডাটা আমরা অন্য কোথাও হস্তান্তর করতে পারবো না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com