ট্রাম্পের সঙ্গে হুবহু মিল শার্কের, সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়

0

৯ ফুট দীর্ঘ একটি শার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্বজুড়ে অনেক শার্ক আছে। তবে কেন এই বিশেষ একটি শার্কের ছবি নিয়ে এত মাতামাতি! এর কারণ, ওই শার্কটির মুখাবয়ব, গলা সবকিছু দেখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো। ছবিতে ওই শার্কটির যে বিরল ছবি দেখা যাচ্ছে তাতে সে হা করে আছে। স্ফটিকের মতো স্বচ্ছ পানিতে তার উপর ও নিচের চেয়ালের দাঁত বের হয়ে আছে। দেখে মনে হচ্ছে, কিছুটা উপরে হয়তো কোনো কিছু সে কামড়ে ধরতে প্রস্তুত। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য সান। ফ্লোরিডা উপকূলে ডুবসাঁতার কাটার সময় গত ১৯ শে ডিসেম্বর এই শার্কের ছবি ও ভিডিও ধারণ করেছিলেন ট্যানার ম্যানসেল (২৭)।

কিন্তু তিনি ট্রাম্পের সঙ্গে শার্কটির মিল থাকায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর তাতে কমপক্ষে ৩১,০০০ বার লাইক পড়েছে। বলা হয়েছে, শার্কটি ট্রাম্পের মতোই দেখতে। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এই শার্কের কাছে আমি আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, সে দেখতে ট্রাম্পের মতো। আরেকজন মজা করে লিখেছেন, দেখতে যেন ডনাল্ড ট্রাম্প শার্ক। আরেক ব্যবহারকারী লিখেছেন, ট্রাম্প এখন গভীর পানিতে। আরেকজন মন্তব্য করেছেন ট্রাম্প এখন একটি বিগ ম্যাক খাচ্ছেন। আরেকজন লিখেছেন, আমাকে বলুন কেন আমি ভেবেছি ট্রাম্পের মুখের অদল-বদল ঘটেছে এক্ষেত্রে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি এত সাড়া পাবে তা জেনে অবাক হয়েছেন ফটোগ্রাফার। তিনি বলছেন, যখন আমি প্রথমে ছবিটি পোস্ট করলাম, তখনই যেন এটা বোমার মতো বিস্ফোরিত হতে থাকে। ট্রাম্পকে কেন্দ্র করে যে বিপুল মন্তব্য এসেছে তাতে আমি বিস্মিত। প্রথমেই বিষয়টি আমি লক্ষ্য করিনি। এখন দেখতে পাচ্ছি লোকজন কি বলছে। আমার মনে হচ্ছে, বিষয়টি মজাদার এবং ব্যতিক্রমী। এর আগে কখনো শুনিনি যে কোনো মানুষকে শার্কের সঙ্গে তুলনা করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com