বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে: অভিযোগ শাহাদাতের

0

সব ভোট কেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহাদাত হোসেন।

বুধবার গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এ অভিযোগ করেন।

শাহাদাত বলেন, ক্ষমতাসীন দলের লোকেরা আমার কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে হব, ধানের শীষের এজেন্ট কেন নেই? একজন প্রার্থীর এজেন্ট না থাকলে, এজেন্ট কোথায় গেল এগুলো দেখভালের করেনি। নির্বাচন কমিশনেরেই একটি অংশ এজেন্ট। এটা দেখা তাদের দায়িত্ব।

ভোটের সুষ্ঠু পরিবেশ নেই দাবি করে তিনি বলেন, ভোটের পরিবেশ আমার জন্য এক রকম। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য অন্যরকম। আমার বাড়ির একাধিক লোক, এমনকি দারোয়ানকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, কয়েকটি কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেয়া হচ্ছে না। আবার অনেক কেন্দ্রে হামলা করা হয়েছে। হামলায় আমার ১৫ কর্মী-সমর্থক আহত হয়েছেন।

প্রশাসন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীর মতো কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com