২৭ জানুয়ারি চট্টগ্রামবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠার দিন: শাহাদাত
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘চট্টগ্রামের মানুষ সবসময় সংগ্রামী ও প্রতিবাদী। তাই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং চট্টগ্রামের প্রতি যে অবহেলা তার জবাব দিতে ২৭ জানুয়ারি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে রায় দেবেন। আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামবাসীর ভোটাধিকার প্রতিষ্ঠার দিন।’
রোববার (১০ জানুয়ারি) দুপুরে নগরের ৩ নম্বর ওয়ার্ড পাঁচলাইশ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘করোনা মহামারির মধ্যে একটি স্পেশালিস্ট হেলদি স্মার্ট সিটি গড়ে তোলার জন্য আমি কাজ করে যাব। চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডে আরবান হেলথ সেন্টারগুলো চালু করতে পারলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর কিছুটা হলেও চাপ কমতো। তাই আরবান হেলথ সেন্টার, চাইল্ড কেয়ারগুলো বাড়ানোর পরিকল্পনা নিতে হবে।’
নিবার্চনী প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই অভিযোগ করে ডা. শাহাদাত বলেন, ‘কথা ছিল সব প্রার্থীর জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। অথচ দেখা যাচ্ছে, সরকারি দলের প্রার্থী যেখানে যাচ্ছেন সেখানেই পুলিশের সাপোর্ট পাচ্ছেন। বিভিন্ন জায়গায় প্রশাসনিক সুবিধা পাচ্ছেন। প্রতিদিন ৩০/৩৫টি গাড়ির বহর নিয়ে নিবার্চনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তারা যদি এসব অনিয়ম করে তাহলে ভোটারদের কেন্দ্রে যেতে অনীহা সৃষ্টি হবে। মানুষের মধ্যে ভয়ভীতির সঞ্চালন হবে। তাই নির্বাচন কমিশনার ও প্রশাসনের দায়িত্ব ভোটারদের কেন্দ্রে নিতে পরিবেশ তৈরি করা।’
পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আতুরার ডিপু, তুলা কোম্পানি, ঈদগাঁ মোড়, চালিতাতলী বাজার, বোর্ড অফিস, নেজামে হামচা, অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক, ওয়াজেদিয়া, হরিপুর, নয়াহাট, ফকিরাবাদ, কয়লারঘর, অক্সিজেন, পাঠানপুর, শহীদ নগর হয়ে বেলতল মোড় পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান।
পথসভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশম বক্কর বলেন, ‘গণসংযোগে জনস্রোত প্রমাণ করে চট্টগ্রাম মহানগরীতে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের অলিগলিতে যেখানে ধানের শীষের গণসংযোগ হচ্ছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছে।’
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘বেগম খালেদা জিয়া ধানের শীষের প্রতীক দিয়ে ডা. শাহাদাতকে পাঠিয়েছেন আপনাদের রায় নেয়ার জনা। এ রায় হবে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ মুক্তির রায়, গণতন্ত্রের মুক্তির রায়। ২৭ জানুয়ারি ধানের শীষের পক্ষের রায় হবে মৌলিক অধিকার প্রতিষ্ঠার রায়।’
গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এরশাদ উল্লাহ, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সামছুল আলম, জি এম আইয়ুব খাঁন, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, নগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী প্রমুখ।