মিলানকে প্রথম হারের স্বাদ দিলো জুভেন্টাস
ইতালিয়ান লিগ সিরিআর চলতি আসরের শুরু থেকে উড়ছিল ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান। কোনো প্রতিপক্ষের কাছেই হারছিল না তারা। অবশেষে উড়ন্ত মিলানকে মাটিতে নামাল ৯ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।
বুধবার (৬ জানুয়ারি) রাতে অজেয় এসি মিলানকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। যদিও এ ম্যাচে জালের দেখা পাননি জুভেন্টাসের গোলমেশিন রোনালদো।
ম্যাচের ১৮ মিনিটের সময় আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার সহায়তায় লিড এনে দেন ফেডরিখ চিয়েসা। দিবালার ব্যাকহিলে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন চিয়েসা।
বিরতিতে যাওয়া কিছু আগ মুহূর্তে সমতায় ফেরে মিলান। ৪১ মিনিটের সময় ডি-বক্সের মাথা থেকে বুলেট গতির শট নেন ডেভিড কালাব্রিয়া, যা বুঝেই উঠতে পারেননি জুভেন্টাস গোলরক্ষকের। ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে ফিরে ফের মিলান শিবিরে আঘাত হানেন চিয়েসা। এবারও নেপথ্য নায়ক দিবালা। পাল্টা আক্রমণ থেকে ৬২ মিনিটে দিবালার দারুণ এক ক্রসে জোরালো শট নেন চিয়েসা। মিলানের জাল ভেদ করে তা মুহূর্তেই।
ম্যাচের ৭৬ মিনিটে মিলানের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন বদলি হিসেবে নামা ওয়েস্টন ম্যাককেনি। ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
তবে এ পরাজয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। ১৬ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। আর এ জয় দিয়ে চারে উঠেছে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া জুভেন্টাস। টেবিলের দুইয়ে রয়েছে ইন্টার মিলান (৩৬) ও তিন নম্বরে রোমার অবস্থান (৩৩ পয়েন্ট)।