সিডনি টেস্টে ফিরলেন রোহিত, অভিষেকের অপেক্ষায় সাইনি
বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। এই টেস্ট উপলক্ষ্যে একদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। দলে ফিরেছেন সহ অধিনায়ক রোহিত শর্মা। নতুন মুখ পেসার নবদ্বীপ সাইনি।
মেলবোর্নে অভিষেকেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন শুভমান গিল। তিনি থাকছেন এই টেস্টেও। তার সাথে ওপেন করবেন রোহিত। পেসার উমেশ যাদব চোটে ছিটকে যাওয়ায় দলে জায়গা পেয়েছেন সাইনি। ভারতের হয়ে ৭ ওয়ানডে আর ১০ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে সাইনির। টেস্টে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।
প্রথম টেস্ট রেকর্ড গড়ে জিতেছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় টেস্টে দাপটে ঘুরে দাড়িয়ে জয় পায় কোহলি বিহীন ভারত। সিডনি টেস্ট এগিয়ে যাওয়ার লড়াই।
ভারত একাদশ: রোহিত শর্মা, (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), হুনুমা বিহারি, রিশভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, নবদ্বীপ সাইনি, মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ।
সূত্র : ইউএনবি