যুক্তরাষ্ট্র বাণিজ্য নিয়ে রাজনীতি করছে: চীন
মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়িক ব্যাপারগুলোর রাজনীতিকরণ করছে বলে অভিযোগ করেছে চীন। সামরিক যোগসূত্র থাকার অভিযোগ এনে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তিনটি চীনা টেলিকম সংস্থাকে তালিকা থেকে বাদ দেয়ার পরিপ্রেক্ষিতে এ অভিযোগ করে চীন।
যুক্তরাষ্ট্রের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার রক্ষায় বেইজিং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ গত সপ্তাহে জানায়, চীনের সামরিক বাহিনীর মালিকানাভুক্ত বা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে যক্তরাষ্ট্রের অনুদান না করার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তের আলোকে এটি চীনা মোবাইল, চীনা ইউনিকম ও চীনা টেলিকমগুলোকে তালিকা থেকে বাদ দেয়ার কাজ শুরু করবে।
সূত্র : রয়টার্স