ফেব্রুয়ারিতে আসছে আয়ারল্যান্ড এইচপি দল
আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ডের হাই পারফরমেন্স দল। আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকা আসার কথা আইরিশ এইচপি বহরের। বিসিবির উচ্চপর্যায়ের এক দায়িত্বশীল সূত্র মঙ্গলবার (৫ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ সফরে স্থানীয় এএইচপি দলের সঙ্গে দীর্ঘ পরিসরের ও একদিনের সীমিত পরিসরের বেশ কয়েকটি ম্যাচে অংশ নিবে আইরিশ যুবারা।
এই সফরে বাংলাদেশের এইচপি দলের সঙ্গে চারদিনের, একদিনের ও ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশ তরুণরা। যেখানে থাকবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর একটি চারদিনের ম্যাচ।