সোলেইমানি হত্যা: ট্রাম্পকে গ্রেফতারে ইরানের আবেদন

0

ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে ইরান। ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের ৪৮ জনকে গ্রেফতারে ইন্টারপোলকে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ জানিয়েছে তেহরান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি মঙ্গলবার (৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ কথা জানান।

ইরানের রাজধানী তেহরানের ওই সংবাদ সম্মেলনে গোলাম হোসেইন বলেন, ট্রাম্প ও মার্কিন ৪৭ জন কর্মকর্তাকে গ্রেফতারে ইন্টারপোলকে অনুরোধ জানানো হয়েছে। এসময় গত বছর বাগদাদে ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানিকে হত্যার সঙ্গে এই ৪৮ জনের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এর আগেও ইরান ট্রাম্প ও মার্কিন বেশ কয়েকজন কর্মকর্তার ব্যাপারে ইন্টারপোলের সহায়তা চেয়ে এমন আবেদন করেছিল। গত জুনে ট্রাম্পসহ বেশ কিছু মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে ‘হত্যা ও সন্ত্রাসবাদের’ অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান। তখন ইরানের এ আবেদন নাকচ করে ইন্টারপোল। এর কারণ হিসেবে বলা হয়েছে, রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা জাতিগত কোনো ইস্যুতে হস্তক্ষেপ করা ইন্টারপোলের নীতিবহির্ভূত।

ইরাকের রাজধানী বাগদাদে গত বছরের ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি। তখন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়েছে।

ওই সময় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, বিদেশে যুক্তরাষ্ট্রের লোকজনকে রক্ষায় প্রেসিডেন্টের নির্দেশনায় ইরাকে সোলেইমানিকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। 

পেন্টাগন আরও জানায়, ভবিষ্যতে ইরানের হামলার পরিকল্পনা নস্যাৎ করতেই জেনারেল সোলেইমানিকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বের যেকোনো স্থানে মার্কিন নাগরিক ও স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com