কয়েক দিনের ব্যবধানে মালিতে ৫ ফরাসি সেনা নিহত

0

মালির উত্তর-পূর্বাঞ্চলে বোমা বিস্ফোরণে ফ্রান্সের আরও দুই সেনা নিহত হয়েছেন। এ নিয়ে কয়েক দিনের ব্যবধানে দেশটিতে পাঁচ ফরাসি সেনা নিহত হলেন।

একটি গোয়েন্দা মিশনকালে তাদের বহনকারী গাড়িটি শনিবার উন্নত বিস্ফোরক ডিভাইসে ধাক্কা খেলে বিস্ফোরণে এ দুই সেনা নিহত হন। খবর: বাসস।

এর মাত্র কয়েক দিন আগে একইভাবে আরও তিন সেনা নিহত হয়েছিলেন। এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠী

ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ সার্জেন্ট ইউভনি হুইঞ্চ ও ব্রিগেডিয়ার লুইক রাইজারের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিহত হুইঞ্চ (৩৩) ফরাসি অভিযান শুরুর পর সাহেল এলাকায় পাঠানো প্রথম নারী ফরাসি সেনা।

এক সময়কার ফ্রান্সের উপনিবেশ পশ্চিম আফ্রিকার এ দেশটিতে ২০১৩ সালের জানুয়ারিতে জিহাদীদের নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান শুরুর পর এ পর্যন্ত ৫০ ফরাসি সেনা প্রাণ হারায়।

ম্যাখোঁ তবু সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকা এবং ইউরোপীয় মিত্রদের নিয়ে একটি জোট গঠন করে নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com