সোনারগাঁওয়ে ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

সোনারগাঁওয়ে টিভি, ফ্রিজ ও এয়ারকন্ডিশন কারখানা কনকা ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে টিপরদী রতনদী এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁওসহ বিভিন্ন এলাকার ১০টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করছে।

আগুনের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করে। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কোনো সংবাদ পাওয়া যায়নি।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পর পরই আগুন লাগে।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হাওলাদার বলন, আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁওসহ আশপাশের ১০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে আমাদের বেগ পেতে হচ্ছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানানল, আগুন এখনো কিছুই নিয়ন্ত্রণে আসেনি বরং বাড়ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com