যুক্তরাজ্যের নতুন ভাইরাস দেশে না ঢুকলে করোনা সংক্রমণ কমবে

0

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন করোনাভাইরাস (স্ট্রেন) বাংলাদেশে প্রবেশ না করলে আগামী দিনগুলোতে করোনার প্রকোপ কমবে বলে মনে করছেন সার্স ভাইরাসের কিট উদ্ভাবক ও ‘জি র‍্যাপিড ডট ব্লট’ কিটের উদ্ভাবক ড. বিজন কুমার শীল।

শনিবার (২ জানুয়ারি) তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এ অণুজীব বিজ্ঞানী বলেন, বাংলাদেশে যেহেতু হার্ড ইমিউনিটি বেড়ে গেছে, করোনা গ্রো করার জায়গা পাচ্ছে না। তাই আগামী দিনগুলোতে সংক্রমণ কমবে, যদি না যুক্তরাজ্যের ভাইরাস আমাদের দেশে ঢুকে। তবে নতুন করোনাভারাইসটি প্রবেশ করলেও বর্তমান হার্ড ইমিউনিটি কাজ করবে। ১০০ ভাগ না হলেও ৯০ ভাগ তো কাজ করবে।

ড. বিজন আরও বলেন, করোনা সংক্রমণ পশ্চিমে বেড়েছে। তবে আমাদের কমে গেছে। এর মূল কারণ, আমাদের হার্ড ইমিউনিটি বেড়েছে। আরেকটা কারণ হতে পারে, শীতকালে মানুষ ঘর থেকে কম বের হয়। এ ছাড়া শীতে মানুষ নাক ঢেকে রাখে, সেটা মাস্ক হোক কিংবা মাফলার হোক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com