জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই, ফাইনাল খেলবে কোন দুই দল?
করোনার কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম পাল্টানোয় কপাল পুড়েছে ভারতের। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়েও শতকরা হিসেবে দুইয়ে নেমে গেছে বিরাট কোহলির দল। শেষ পর্যন্ত এই দুই নম্বর অবস্থানটি ধরে রাখতে না পারলে ফাইনালে খেলা হবে না তাদের।
চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিটা তাই ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের জন্য। অস্ট্রেলিয়া যেহেতু শতকরা হিসেবে এক নম্বরে আছে, এক একটি টেস্ট জয় ভারতের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে বহুগুণে। ইতিমধ্যেই সিরিজে সমতা ফিরিয়ে নিজেদের জায়গা বেশ শক্ত করেছে ভারত।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষেও দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের সেরা দুইয়ের লড়াইটা বেশ জমে উঠেছে।
বোর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে ভারতের সংগ্রহে ছিল সবচেয়ে বেশি ৩৬০ পয়েন্ট। তবে নতুন নিয়মে সংগৃহীত পয়েন্ট নয়, পয়েন্ট সংগ্রহের শতকরা হারে নির্ধারিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট।
সেই হিসেবে ৪টি সিরিজে ভারত ৭৫ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করায় ছিল টেবিলের দ্বিতীয় স্থানে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া ৩টি সিরিজে ৮২.২২ শতাংশ হারে ২৯৬ পয়েন্ট ঘরে তোলায় ছিল এক নম্বরে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড ৪টি সিরিজে ৬২.৫০ গড়ে ৩০০ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে ছিল।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জেতে, ফলে তারা ৩০ পয়েন্ট ঘরে তোলে। তাদের সংগ্রহ দাঁড়ায় ৩২৬ পয়েন্ট। তবে দ্বিতীয় টেস্টে স্লো ওভাররেটের জন্য অসিদের ৪ পয়েন্ট কাটা যায়। ফলে আপাতত তাদের সংগ্রহে রয়েছে ৭৬.৬ শতাংশ হারে ৩২২ পয়েন্ট।
অপরদিকে ভারত মেলবোর্ন টেস্টে জয় তুলে নিয়ে ৩০ পয়েন্ট ঘরে তোলে। তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৭২.২ গড়ে ৩৯০ পয়েন্ট। আছে দুই নম্বরে।
নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের ফলে ৬০ পয়েন্ট সংগ্রহ করেছে। আপাতত তাদের সংগ্রহে রয়েছে ৬৬.৭ গড়ে ৩৬০ পয়েন্ট। ফলে তিন নম্বরে থাকা দলটিও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লড়াইয়ে ভালোভাবেই আছে।
প্রসঙ্গত, টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি সিরিজে নির্ধারিত পয়েন্ট ১২০। ভারত-অস্ট্রেলিয়ার সিরিজটি চার ম্যাচের হওয়ায় প্রতি টেস্ট জয়ে দলের অর্জন ৩০ পয়েন্ট। নিউজিল্যান্ড-পাকিস্তানের সিরিজটি দুই ম্যাচের হওয়ায় প্রতি টেস্ট জয়ে দল পাবে ৬০ পয়েন্ট করে।