তুরস্ককে করোনার ৩০ লাখ ডোজ দিচ্ছে চীন

0

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক যখন তলানিতে; ঠিক সেসময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। করোনা মহামারীতে আঙ্কারাকে ৩০ লাখ ডোজ করোনার টিকা দেবে বেইজিং। বুধবার তুর্কি এয়ারলাইন্সে এ টিকা ইস্তানবুলে পৌঁছানোর কথা রয়েছে। খবর আনাদলু এজেন্সি’র।

বুধবার বোয়িং৭৭৭ বিমানে ১৭ কন্টেইনারে এ টিকা ইস্তানবুল বিমানবন্দরে স্থানীয় সময় ছয়টার দিকে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। প্রথমে করোনা টিকা ইস্তানবুল বিমানবন্দরে আসবে, সেখান থেকে রাজধানী আঙ্কারায় নিয়ে যাওয়া হবে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চীন থেকে সিনোভ্যাকের ৫০ মিলিয়ন ডোজ করোনার টিকা আনা হবে। এর মধ্যে ডিসেম্বর ও জানুয়ারিতে ২০ মিলিয়ন ডোজ করোনার টিকা সরবরাহের কথা রয়েছে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com