মুরগি দেখেই আতঙ্কিত হয়ে পড়ে ইসরাইলি সেনারা, লেবানন সীমান্তে গুলি
লেবাননের একটি মুরগি ইসরাইলের সীমান্তে ঢুকে পড়ায় লেবাননের দিকে ফাঁকা গুলি ছুঁড়েছে ইসরাইলি সৈন্যরা।
ইসরাইল-লেবানন সীমান্তে এ ঘটনা ঘটে।
দক্ষিণ লেবাননের মাইস আল-জাবাল গ্রামের ৯ বছর বয়সী হুসেন চারতৌনি তার ভয়ে পালিয়ে যাওয়া মুরগিটি ধরতে পেছনে তাড়া করলে এটি ইসরাইল সীমান্তে ঢুকে পড়ে। আর এতেই ইসরাইলি সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যার ফলে তারা লেবাননের দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বালক হুসেন ব্যাখ্যা করছে- ঘটনার আগের দিন তার বাবা চারটি মুরগি কিনেছিলেন। চারটির মধ্যে দুটি তার জন্য, অন্য দু’টি তার ভাইয়ের জন্য। পরদিন সকালে দুভাই যখন মুরগিগুলোকে খাবার দেয়ার জন্য মুরগির খোপ খুলে তখন হুসেনের একটি মুরগি বেরিয়ে যায়। মুরগিটি ইসরাইলি সৈন্যদের পাহারায় থাকা একটি বেড়ার দিয়ে প্রায় ৭০ মিটার চলে যায়।
ভিডিওটিতে দেখা যায়, আরবি ভাষায় চারতৌনি ব্যাখ্য করছে, ‘আমি আমার মুরগি ধরতে গিয়েছিলাম। কিন্তু ইসরাইলি সৈন্যরা ভয় পেয়ে আকাশে-বাতাসে গুলি ছুঁড়তে শুরু করে। আমি ভয় পাইনি। আমি শুধু আমার মুরগি ধরতে চেয়েছিলাম। কিন্তু ইসরাইলি সৈন্যরা আমার মুরগিটি ধরে নিয়ে গেছে এবং তা আর ফেরত দেয়নি। আমি এটি ফেরত চাই।’