সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির কর্মসূচি সোমবার
সীমান্তে হত্যার প্রতিবাদে সোমবার (২১ ডিসেম্বর) দেশব্যাপী জেলা ও মহানগরে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কালো পোশাক পরিধান করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
এ কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য বিএনপি এবং সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানান রিজভী।