‘পাকিস্তানে হামলার প্রস্তুতি ভারতের’, দাঁতভাঙা জবাবের হুঁশিয়ারি
পাকিস্তানের সামরিক হামলার পরিকল্পনা করছে ভারত। এমন অভিযোগ তুলে পরমাণু শক্তিধর প্রতিবেশী দু’দেশের মধ্যকার পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সাংবাদিকদের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরিশ হুঁশিয়ার করে বলেন, হামলা চালানো হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছে। তারা এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছে নয়াদিল্লি।
১৯৪৭ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর তিনদফা যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। নানা কারণে দু’পক্ষের মধ্যে অব্যাহতভাবে উত্তেজনা বিরাজ করছে।
২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে দু’দেশের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ওই সময় ভারত পাকিস্তানে বোমা নিক্ষেপ করে। জবাবে, ভারতের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে। আটক করে পাইলটকে।
পরে উত্তেজনা কমানোর জন্য ভূপাতিত করা বিমানের পাইলটকে মুক্তি দেয় পাকিস্তান।
কুরেশি বলেন, পাকিস্তানে যদি হামলা চালানো হয় ভারতেও হামলা হবে। আমি পরিষ্কারভাবে ভারতকে বলে দিতে চাই, পাল্টা আঘাত এবং তাদের পরাস্ত করতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে আমরা যেভাবে তাৎক্ষণিকভাবে কার্যকরি পদক্ষেপ নিয়েছি, ভারত যদি আবারও পুরানো পথে হাঁটে, তাহলে আমরা আগের মতো ব্যবস্থা গ্রহণ বাধ্য হবো, যোগ করেন কুরেশি।
তবে তাৎক্ষণিকভাবে ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি।