বিয়ের আসর থেকে দৌড়ে পালালো ছেলে ও মেয়ে পক্ষ!

0

বরগুনার বেতাগীতে গণমাধ্যমকর্মীদের তৎপরতায় বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বিয়ের ঠিক আগ মূহুর্তে সেখানে গণমাধ্যমের অবস্থান টের পেয়ে দৌড়ে পালিয়েছে ছেলে ও মেয়ে পক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

দেশান্তরকাঠী গ্রামের বাসিন্দা সুনীল রায়ের ছোট মেয়ে ববিতা রায় ফুলতলা বিকাশ মাধ্যমিক বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীতে অটো পাস করেছে এবার। বয়স ১৪ বছর। হিন্দুধর্মের শাস্ত্র মতে বিয়ের লগ্ন রাত ৯ টায়। উপজেলার মোকামিয়া ইউনিয়নের এক ছেলের সাথে ববিতা রায়ের পরিবার বিয়ের আয়োজন করেছে। বিয়ে করানোর সবকিছু ঠিকথাক ছেলে পক্ষ এসেছে। বাকি শুধু ব্রাহ্মণ এসে বিয়ে পড়ানো এবং সাতপাক
প্রর্দক্ষিণ করানো।

ঠিক এমনই সময় খবর পেয়ে সাংবাদিক লায়ন শামীম সিকদার, অলি আহমেদ ও আনসার
ভিডিপি দলনেতা সুকদেব হাওলাদার বিয়ে বাড়িতে উপস্থিত। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ির লাল নীল বাতি বন্ধ হয়ে, ছেলে পক্ষ মেয়ে পক্ষের ছুটোছুটি। ছেলে পক্ষ বরের সাথে যারা এসেছিলো এরই মধ্যে সবাই পালিয়ে গেল।

কনে ববিতা রায়ের বড় বোন নাম না প্রকাশের শর্তে জানিয়েছে, বিয়ের আয়োজন করা
হয়েছিল। মেয়ের বাবা সুনীল রায় বলেন, ‘এই মুহূর্তে আর বিয়ে দিবো না, এখন পড়ালেখা
করবে, তারপর বয়স হলে বিয়ে দেওয়া হবে।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে
উপজেলা প্রশাসন সদা তৎপর। অপ্রাপ্ত বয়সে কোথাও কোনো বিয়ের সংবাদ পেলে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com