নির্বাচন নিয়ে তালগোল ইসির

0

নির্বাচন নিয়ে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনে। ছোট ছোট নির্বাচন নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে নির্বাচন কমিশন সচিবালয়। কবে কোন নির্বাচন অনুষ্ঠান হচ্ছে, তার কোনো সঠিক তালিকাও দিতে পারছে না ইসি সচিবালয়। সম্প্রতি ছোট ছোট পরিসরে বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটের আগের দিনেও স্থানীয় সরকারের কত প্রতিষ্ঠানে কতটিতে নির্বাচন হচ্ছে বা কোন ইউপি, কোন উপজেলা, কোন জেলা পরিষদে নির্বাচন হবে সেই তথ্য সঠিকভাবে দিতে পারেন না ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে নির্বাচন উপলক্ষে ইসির জারি করা বিভিন্ন পরিপত্রে অসংখ্য ভুল-ত্রুটি থেকেই যাচ্ছে। অভিযোগ উঠেছে আগামী ২৮ ডিসেম্বরের পৌরসভা নির্বাচন উপলক্ষে ইসির জারি করা পরিপত্র-৫ এ একটি বড় ধরনের ভুল করেছে ইসি সচিবালয়। ওই পরিপত্রে মেয়র পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীকের তালিকায় নিবন্ধন বাতিল হওয়া দলের প্রতীক রাখা হয়েছে। আবার ইসির নিবন্ধন আছে এমন দলের প্রতীক তালিকায় রাখা হয়নি। ইসির জারি করা এই পরিপত্রের আলোকেই আগামী ১০ ডিসেম্বর প্রথম ধাপে ২৫ পৌরসভায় প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। ইসি সচিবালয়ের এসব ভুল নিয়ে রীতিমতো বিপাকে পড়তে হয় ইসির মাঠ কর্মকর্তাদের। গতকাল প্রকাশিত পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ সংক্রান্ত পরিপত্র-৫ এ দেখা গেছে, সদ্য নিবন্ধন বাতিল হওয়া প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রতীক ‘বাঘ’ তালিকায় রাখা হয়েছে। কিন্তু ইসির ৪৪তম নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের প্রতীক ‘ডাব’ ইসির পরিপত্রে নেই। যদিও এই ভুলের কোনো ব্যাখ্যা দিতে পারেনি ইসি সচিবালয়। তবে ইসির কর্মকর্তারা বলছেন, ইসির নির্বাচন শাখার কর্মকর্তারা কাউকে পাত্তা দেন না। তারা নিজেরা যা ইচ্ছা তাই করেন।  

আগামী ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচন। এ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর। কিন্তু ওই দিন মোট কত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সেই তথ্যও দিতে পারেনি ইসি সচিবালয়। একইভাবে আগামী ১০ ডিসেম্বর পাঁচ পৌরসভাসহ বিভিন্ন ইউপি, উপজেলা ও জেলা পরিষদের উপনির্বাচন রয়েছে। কিন্তু পাঁচ পৌরসভার তালিকা ছাড়া অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তালিকা সংশ্লিষ্ট কর্মকর্তারা দিতে পারছেন না। আবার কখন কোন নির্বাচন বন্ধ হচ্ছে সেই তথ্য ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। গত ৬ ডিসেম্বর নির্বাচনের চার দিন আগে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নবগঠিত উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। ৬ ডিসেম্বর বিকালে নির্বাচন কমিশনের এক নির্বাহী আদেশে এই স্থগিতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্য প্রকাশ করা হয়নি। একই অবস্থার সৃষ্টি হয়েছিল সংসদের বিভিন্ন আসনের উপনির্বাচন নিয়েও। ওই সব উপনির্বাচনের কেন্দ্রভিত্তিক কোনো ভোটের হার দিতে পারেননি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। তারা ওই সময় বলেছেন, ইসির অনুমোদন ছাড়া কেন্দ্রভিত্তিক কোনো তথ্য দেওয়া যাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com