অবশেষে রিয়ালের স্বস্তির জয়

0

ইয়াসিন বোনো’র আত্মঘাতী গোলে জয়ের স্বস্তিতে ফিরলো রিয়াল। আর হবেই বা না কেন! লা লিগায় সবশেষ টানা তিন ম্যাচে দুই হার, এক ড্রতে জয়শূন্য ছিলো বর্তমান চ্যাম্পিয়নরা। শেষে রিয়ালকে জয়খরা থেকে দায়িত্ব নিয়ে উদ্ধার করলো সেভিয়া! 

লা লিগায় রামোন সানচেস স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় বিকেলে হওয়া ম্যাচে ১-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী ও একমাত্র গোলটি করেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো।

একের পর এক হোঁচটে কোণঠাসা রিয়াল খাদের কিনারায় দাঁড়িয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে, তেড়েফুঁড়ে আক্রমণে উঠবে, খেলবে ‘অল-আউট’ ফুটবল-এমন ভাবনা থেকেই কি না শুরু থেকে নিজেদের গুটিয়ে রাখে সেভিয়া।

ঘরের মাঠে লিগে আগের পাঁচবারের দেখায় চারবারই জেতা সেভিয়ার মনোভাব ছিল কিছুটা বিস্ময়কর। একের পর এক হোঁচটে কোণঠাসা রিয়াল খাদের কিনারায় দাঁড়িয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে, আক্রমণে উঠবে এমন আশায় নিজেদের গুটিয়ে রেখেছিলো স্বাগতিকরা। 

অন্যদিকে নিজেদের খুঁজে ফেরা রিয়ালকে দেখা যায়নি স্বরূপে। বরং যেভাবে তারা শুরু করেছিল, দ্বিতীয়ার্ধে তা ধরে রাখতে পারেনি। তাই কষ্টের জয়ে মূলবান তিন পয়েন্ট মিললেও তাদের দুর্ভাবনার অবসান হওয়ার আভাস খুব একটা মেলেনি। লুকা মদ্রিচ-টনি ক্রুস-করিম বেনজেমাদের চোখে-মুখে ছন্দে ফেরার মরিয়া ভাব থাকলেও পারফরম্যান্সে ছিলো বিবর্ণ। 

ম্যাচের ৫৫ মিনিটে করিম বেনজেমার পাস ধরে বাঁ দিক থেকে ডি-বক্সে বল বাড়ান ফেরলঁদ মঁদি। ছুটে গিয়ে স্লাইডে কোনোমতে পা লাগান ভিনিসিউস জুনিয়র। সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো বলের লাইনে থাকলেও অবিশ্বাস্যভাবে তা নিয়ন্ত্রণে নিতে পারেননি। তার পায়ে লেগে বল জালে জড়ায়।

এমনিতে ৬৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে সেভিয়া। তবে অন টার্গেটে শট নিতে পেরেছে মাত্র দুটি। রিয়ালের হয়ে বেনজেমা একাধিকবার সুযোগ তৈরি করেছেন।

সোভিয়াদের বিপক্ষে জয়ে রিয়াল টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে অবশ্য ৪ পয়েন্ট পিছিয়ে দলটি। ১০ ম্যাচে সেভিয়া ১৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com