১৭ দিনে ২৭৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0

চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে সারাদেশের সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি হাসপাতল ও ক্লিনিকে ২৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৬ রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদের মধ্যে অধিকাংশ রোগীই রাজধানীর ঢাকার।

অন্যান্য বছরে নভেম্বর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে আসলেও এ মাসের প্রথম ১৭ দিনেই বছরের সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।

গতকাল ১৬ নভেম্বর সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ জন। এদের মধ্যে রাজধানীতে ৮৩ জন। আর বাকি ৩ জন ঢাকার বাইরর হাসপাতালে।  

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মৃত্যু ডেঙ্গু জ্বরেই হয়েছে কি না তা জানতে রক্তের নমুনা, চিকিৎসা ব্যবস্থাপত্র স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে একজনের মৃত্যু ডেঙ্গু রোগে হয়েছে বলে জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com