বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত: তদন্ত কমিটি করার নির্দেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (৭ জুলাই) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রাকালে রথের ওপরে মানুষ ওঠায় রথের সঙ্গে ১১ কেভি লাইনের সংযোগ ঘটার ফলে বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী আমতলা মোড়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচজন নিহত হয়েছেন এবং ৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এক শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছরই বগুড়ায় রথযাত্রা শান্তিপূর্ণভাবে হলেও এভারের ঘটনাটি মর্মান্তিক।