ব্রাজিল দলে অসুস্থ্য নেইমার, সমালোচনায় পিএসজি

0

চ্যাম্পিয়নস লিগ খেলার সময় গোড়ালিতে চোট পাওয়া ব্রাজিল তারকা নেইমারকে দলের সাথে রাখতে চাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে চার সপ্তাহের মত মাঠের বাইরে থাকতে নেইমারকে।

এদিকে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ১৩ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে খেলতে না পারলেও দলের সঙ্গে থাকবেন নেইমার। চার দিন পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ, নেইমার এ ম্যাচটা খেলতে পারবেন কি না, তা নিশ্চিত হতেই তাকে দলের সঙ্গে রাখা হবে।

তবে ব্রাজিলের এমন পরিকল্পনার সমালোচনা করেছে নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। পিএসজি কোচ কোচ টমাস টুখেল জানান, এই দুটি ম্যাচের জন্য নেইমার ফিট নন। তিনি যেহেতু চোটে পড়েছেন, এমন পরিস্থিতিতে দেশের হয়ে খেলা তার ঠিক হবে না।

চ্যাম্পিয়নস লিগ খেলার সময় চোট পেয়েছিলেন নেইমার। ইস্তাম্বুল বাসাকসাহিরের বিপক্ষে পুরো ম্যাচও খেলতে পারেননি। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন নেইমার। পেরুর বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিকও।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com