কোহলিকে বাদ দেয়া উচিৎ: গম্ভীর
এবারও পারলেন না রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু। আইপিএলে একই দলের হয়ে টানা ১৩টি মৌসুম খেলার অনন্য কীর্তি গড়েছিলেন কোহলি। আর আসর শেষে গড়লেন ১৩ মৌসুমেও কোনো শিরোপা জিততে না পারার বিব্রতকর এক দৃষ্টান্ত।
২০০৮ সাল থেকে কোহলি খেলছেন ব্যাঙ্গালোরুর হয়ে। পাঁচ মৌসুম সাধারণ খেলোয়াড় হিসেবে কাটানোর পর ২০১৩ সালের আসর থেকে অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন কোহলি। তার অধীনে এ নিয়ে ৮ মৌসুম খেলে ফেললেও, শিরোপা জয়ের স্বাদ পাওয়া হয়নি ব্যাঙ্গালোরুর।
আইপিএলে অধিনায়ক কোহলির সাফল্য বলতে কেবল গত ৮ মৌসুমে মাত্র ৩ বার প্লে-অফে উঠতে পারা। ২০১৭ ও ২০১৯ সালের আসরে ব্যাঙ্গালোরুর অবস্থান ছিল সবার নিচে, ২০১৮ সালে তারা হয়েছিল ষষ্ঠ। এবার প্লে-অফে উঠলেও টানা পাঁচটি ম্যাচ হেরে কোহলির ব্যাঙ্গালুরু বিদায় নিয়েছে চতুর্থ হয়ে।
সবমিলিয়ে ব্যক্তিগত পারফরম্যান্স যেমনই হোক না কেন, অধিনায়ক হিসেবে ব্যাঙ্গালোরুকে সাফল্য এনে দিতে পুরোপুরি ব্যর্থ ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাই পরের আসরে ব্যাঙ্গালোরু ফ্র্যাঞ্চাইজিকে অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ও দুইবার আইপিএল জেতা অধিনায়ক গৌতম গম্ভীর।
নিজের মন্তব্যের পক্ষে জোরালো যুক্তিও রেখেছেন গম্ভীর। জানিয়েছেন, তিনি যদি ব্যাঙ্গালোরুর ফ্র্যাঞ্চাইজি মালিক হতেন, তাহলে অবশ্যই অধিনায়কত্বে পরিবর্তন আনতেন। কেননা কাউকে কোনোরকমের সাফল্য ছাড়া ৮টি বছর ছাড় দেয়া যায় না।
এ বিষয়ে গম্ভীরের ভাষ্য, ‘এখানে প্রশ্নটা জবাবদিহিতার। অধিনায়কত্বের ৮ বছর হয়ে গেল কিন্তু কোনো শিরোপা নেই। আট বছর অনেক লম্বা সময়। আমাকে অন্য কোনো অধিনায়ক দেখান, আচ্ছা অধিনায়ক ভুলে যান, অন্য কোনো খেলোয়াড় দেখান যাকে বিনা শিরোপায় ৮ বছর সুযোগ দেয়া হতো বা হবে। তাই এখানে জবাবদিহিতা থাকতে হবে। একজন অধিনায়ককে দায়িত্ব নিতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘বিষয়টা শুধু এক বছরের না, শুধু চলতি আসরের নয়। বিরাট কোহলির বিরুদ্ধে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু দলের এমন অবস্থার মাঝে তার উচিৎ হাত উচিয়ে বলা যে, আমিই এর জন্য দায়ী। আমি এই ব্যর্থতার সব দায়িত্ব গ্রহণ করছি। আট বছর কিন্তু অনেক লম্বা সময়।’
এসময় ভারতের অফস্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ আনেন গম্ভীর। শিরোপা জিততে না পারায় দুই আসর পরই অশ্বিনকে বাদ দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। যা কোহলির ক্ষেত্রে হচ্ছে না। গম্ভীর বলেন, ‘অশ্বিনের সঙ্গে কী হয়েছে দেখুন! পাঞ্জাবের হয়ে দুই বছর সে সাফল্য পায়নি এবং বাদ দিয়ে দেয়া হয়েছে।’
‘আমরা এমএস ধোনি, রোহিত শর্মার ব্যাপারে কথা বলি। কিন্তু ধোনি তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, রোহিত শিরোপা জিতেছে চারবার। তারা সাফল্য পেয়েছে বলেই লম্বা সময় ধরে অধিনায়কত্ব করে যাচ্ছে। আমি নিশ্চিত, রোহিত যদি ৮ বছর ধরে শিরোপাশূন্য থাকত, তাকেও সরিয়ে দেয়া হতো। সবার জন্য একই নিয়ম থাকা উচিৎ।’