স্পেনের ২৫ সদস্যের ফুটবল দল ঘোষণা
স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ লুই এনরিকে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় তিন ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ড ও জার্মানির বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা রয়েছে স্পেনের।
সাত দিনের ব্যবধানে তিনটি ম্যাচ। ব্যস্ত সূচির পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৫ সদস্যের দল দিয়েছেন কোচ লুই এনরিকে। দলে বেশকিছু পরিবর্তনও এনেছেন এই স্প্যানিশ কোচ। সম্প্রতি জুভেন্টাসের হয়ে দুর্দান্ত পারফর্ম করা আলভারো মোরাতা ফিরেছেন স্কোয়াডে। তার সঙ্গে যুক্ত হয়েছেন কোকে, ইনিগো মার্টিনেজ এবং মার্কোস লরেন্তে।
আগামী বুধবার আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। এর দুদিন পর উয়েফা নেশন্স লিগের খেলায়, বাসেলে সুইজারল্যান্ড এবং ১৭ নভেম্বর ঘরের মাঠে জার্মানির মুখোমুখি হবে লা রোজারা।
তবে স্কোয়াডে জায়গা পান নি রদ্রিগো মরেনো, দিয়েগো লরেন্তে, দানি সেবায়োস ও থিয়াগো আলকান্তারা। কোভিড আক্রান্ত হওয়ায় তিন বছর পর স্পেনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন রদ্রিগো মরেনো।