ফিলিস্তিনিদের ঐক্য ভণ্ডুল করতে ব্যাপক ষড়যন্ত্র চলছে: হামাস

0

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার লক্ষ্যে দেশি-বিদেশি যেসব ষড়যন্ত্র হচ্ছে তা সফল হবে না।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া জাতিসঙ্ঘ মহাসচিবের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি নিকোলাই ম্লাদিনোভের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে সরাসরি আলাপের সময় এ মন্তব্য করেন। হানিয়া বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে সংলাপ পিছিয়ে দেয়ার যেকোনো প্রচেষ্টা রুখে দেবে হামাস।

ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের দুই প্রধান আন্দোলন- হামাস ও ফাতাহ সবগুলো ফিলিস্তিনি সংগঠনের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে।

এ সময় ম্লাদিনোভ বলেন, ফিলিস্তিনিদের মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গৃহিত যেকোনো পদক্ষেপের প্রতি জাতিসঙ্ঘের সমথন রয়েছে।

হামাস ও ফাতাহ আন্দোলনের প্রতিনিধিরা সবগুলো ফিলিস্তিনি সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে বসেন। বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতা এবং জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ওপর জোর দেয়া হয়। দু’পক্ষের মধ্যে পরবর্তী বৈঠক কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com