ইসরাইলে দূতাবাস খুলতে আমিরাতের অনুরোধ

0

ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির পর দেশ দুটির মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হয়েছে। এবার ইসরাইলে নিজেদের দূতাবাস স্থাপন করার জন্য সরকারিভাবে অনুরোধ জানিয়েছে আমিরাত।

মঙ্গলবার আমিরাতের উচ্চ প্রতিনিধি দল ইসরাইল সফরে যায়। ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। আমিরাতি পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ওমর সাইফ ঘোবাশ, আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের  পক্ষ থেকে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী আশকেনাজির হাতে দূতাবাস খোলার জন্য চিঠি হস্তান্তর করেন।  

ওই চিঠিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য আশকেনাজি ধন্যবাদ জানান নাহিয়ান। তিনি আশাব্যক্ত করেন ইসরাইল অতিদ্রুত আমিরাতে তার দূতাবাস স্থাপন করবে। 

এর আগে গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব আমিরাত ও ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়। ফিলিস্তিনি কতৃপক্ষ সহ মুসলিম বিশ্বের অনেকেই এই চুক্তিতে ক্ষোভ প্রকাশ করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com