গুপ্তরবৃত্তির অভিযোগে একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে তুরস্কের গোয়েন্দ সংস্থা

0

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পক্ষে গুপ্তরবৃত্তির অভিযোগে একজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে তুরস্কের গোয়েন্দ সংস্থা। আটক ব্যক্তি আরব জাতীয়তাবাদের পরিচয়ে তুরস্কে বসবাস করে আসছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের একজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার আটক করার পর ওই আরব নাগরিক গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন এবং আরব আমিরাতের গোয়েন্দা সংস্থার সাথে তার যোগাযোগ থাকার প্রমান স্বরুপ কিছু নথি সরবরাহ করেছে।

বেসরকারি ‍সূত্রগুলো নিশ্চিত করেছে যে আটক ওই ব্যক্তির নাম আহমদ আল আস্তাল। তিনি গাজার ফিলিস্তিনি সংবাদিক।

আল-আস্তাল আরব আমিরাতের হয়ে কাজ করারে আগে ইস্তাম্বুলে তুরস্কের আনাদোলু এজেন্সির হয়েও কাজ করেছেন। সূত্রগুলি আরো জানিয়েছে, সাবেক ফাতহ সদস্য মোহাম্মদ দাহলানের সাথে যোগাযোগ ছিল আল-আস্তালের।

দাহলান হচ্ছেন সেই ব্যক্তি যাকে গোলান আন্দোলনের সাথে সম্পৃক্ততার অভিযোগে গত ডিসেম্বরে তুরস্ক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে যে সামরিক অভ্যুত্থানের ব্যার্থ চেষ্টা হয়েছিল সেখানেও তার ভূমিকা রয়েছে। উল্লেখ্য যে, ওই অভ্যুত্থান চেষ্টার সময় ২৫১ জন প্রাণ হারিয়ে ছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com