করোনার দ্বিতীয় ধাক্কায় ‘উচ্চ সতর্কতা’ জারি হচ্ছে লন্ডনে

0

নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামলাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য। এর মধ্যে রাজধানী লন্ডনে উচ্চ সতর্কতা জারি করা হচ্ছে বলে এক খবরে বিবিসি জানিয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান জানান, ‘হাই অ্যালার্টের’ দ্বারপ্রান্তে আছে রাজধানী। তিনি বলেন, খুব শিগগিরই, সম্ভবত এ সপ্তাহেই এই সিদ্ধান্ত আসছে।

তিনি জানান, উচ্চ সতর্কতা জারি হলে পারিবারিকভাবে মেলামেশাতেও কড়াকড়ি আরোপ হবে।

পুনরায় বিধিনিষেধ আরোপ হলে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে আর্থিক সহায়তা চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে চিঠি লিখেছেন লন্ডনের মেয়র।

এদিকে বুধবার লন্ডনে নতুন করে এক হাজার ৭২২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ব্রিটিশ শহরটির প্রায় ৪০ হাজার বাসিন্দার মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৮৮৫ জন।

এদিকে সরকারের সঙ্গে বৃহত্তর ম্যানচেস্টার এবং ল্যাঙ্কাশায়ারের স্থানীয় নেতাদের আলোচনার পর বৃহস্পতিবার সকাল থেকে ওই অঞ্চল দুইটির লাখ লাখ মানুষের ওপর পুনরায় বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

এর মধ্যে লিভারপুল শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেখানে জনসমাগম এড়াতে পাবস আর বারগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ইংল্যান্ডে ‘মধ্যম মানের’ সতর্কতা জারি করা হয়েছে। ঘরে-বাইরে যে কোনো জায়গায় ছয়জনের চেয়ে বেশি জড়ো হওয়া যাবে না। রাতের ১০টার পর বন্ধ থাকবে সব ধরনের পাব ও রেস্টুরেন্ট।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com