১৫১৭ থেকে ১৯১৭ পর্যন্ত চার শতাব্দী জেরুসালেম আমরা শাসন করেছি: এরদোগান

0

ফিলিস্তিন দখলের প্রতিবাদে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উদ্দেশ্যে উসমানী খেলাফতের কথা স্মরণ করিয়ে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, ১৫১৭ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত দীর্ঘ চার শতাব্দী আমরা জেরুসালেম শাসন করেছি। জেরুসালেমে আমরা নগরী প্রতিষ্ঠা করেছি। এটি আমাদের শহর, ফিলিস্তিনি ভাইদের শহর।

তুরস্কের পার্লামেন্টের এক অধিবেশনে দেওয়া দীর্ঘ বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, আমাদের সবার উচিত দখলদার ইহুদীদের নির্যাতন থেকে অসহায় ফিলিস্তিনিদের রক্ষা করা।

উসমানী খেলাফতের খলিফা সুলতান সোলেইমানের শাসনামলে (১৫২০-১৫৬৬) জেরুসালেমকে আধুনিক নগরীতে পরিণত করা হয়েছিল। সেখানে দামি পাথরের প্রাচীর, হাটবাজার ও বহু স্থাপনা নির্মাণ করা হয়। আর তুরস্ক ছিল উসমানী খেলাফতের কেন্দ্রস্থল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com