আসছে ১৮ অক্টোবর আমেরিকার জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন: ইরান

0

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদেহ বলেছেন, আগামী ১৮ অক্টোবর সকাল থেকে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দিনটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক পরাজয়ের দিন। সেদিন থেকে ইরানের ২৩ জন কর্মকর্তার সফরের সুযোগও উন্মুক্ত হবে। তাদের বিদেশ সফরের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল।

সোমবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।খাতিবযাদেহ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়েও জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে পারেনি। ইরান আবারও সবার সামনে এই বাস্তবতা তুলে ধরেছে যে, মার্কিন সরকার যতটুকু দাবি করে আসলে তারা ততটুকু শক্তিশালী নয়।

তিনি বলেন, ইরান একটি দায়িত্বশীল ও শান্তিকামী রাষ্ট্র। অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও ইরানের এই নীতিতে কোনও পরিবর্তন আসবে না।

ব্রিটেনের কাছে ইরানের পাওনা অর্থ প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটেন ইরানের অর্থ ফেরত দিতে দেরি করছে। আর এর ফলে তাদের আর্থিক ঋণের বোঝা প্রতিদিন আরও ভারী হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com