সম্পর্ক আরো জোরদার করতে নেতানিয়াহুর সাথে আরব আমিরাতের ক্রাউন প্রিন্সের আলোচনা

0

সংযক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার এক টুইট বার্তায় দেশটির যুবরাজ এই কথা জানান।

টুইটে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান জানিয়েছেন, এক ফোনালাপে তিনি ও নেতানিয়াহু দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার এবং ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুমোদন করেছে ইসরাইলি মন্ত্রিসভা।  সোমবার বিষয়টি নিয়ে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথাও বলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আবুধাবির যুবরাজ শিগগিরই বৈঠকে মিলিত হওয়ার বিষয়ে তার সঙ্গে একমত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ও যুবরাজ নাহিয়ান ‘শিগগিরই’ পরস্পরের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি করে ইসরাইল। যদিও এ চুক্তিতে প্রথম থেকেই আপত্তি ছিল ফিলিস্তিনসহ অন্যান্য আরব রাষ্ট্রের। আমিরাতের এ চুক্তিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরব বিশ্বের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছে। সূত্র : ইয়েনি শাফাক

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com