আলোচনায় লাভ নেই, চীন কখনও শোধরাবে না: যুক্তরাষ্ট্র

0

ভারত চীন দ্বৈরথের মাঝে ফের ভারতের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিল মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার আমেরিকার ন্যাশনাল সিকিওরিটি অ্যাডভাইজার রবার্ট ও ব্রায়েন জানান চীন এমন এক দেশ, যে কখনও শোধরাবে না। তাই ভারত যতই চেষ্টা করুক আলোচনার মাধ্যমে কোনও সমাধান বেরিয়ে আসবে না।

এদিন রবার্ট বলেন চীন দখলদারি চালাতে পছন্দ করে। ভারত চিন সীমান্তের অচলাবস্থা তারই তৈরি করা। সেই পরিস্থিতি থেকে কখনও বেরোতে চাইবে না বেইজিং। কারণ গায়ের জোর দেখিয়ে এলাকা দখল করাই চীনের স্বভাব। সেই স্বভাব থেকে পিছিয়ে আসবে না জিংপিনের সরকার। সেই মনোভাব থেকেই ভারত সীমান্তে এলাকা দখলের চেষ্টা করেছিল চীন।

তবে চীনকে ফের পরামর্শ দিয়েছে আমেরিকা। সোজা পথে হেঁটে আলোচনার টেবিলে বসলে যে একাধারে চীনেরই লাভ, সেটা বোঝা দরকার বেইজিংয়ের। দখলদারি মনোভাব দেখিয়ে চীন কোনও সুবিধা করতে পারবে না বলেও এদিন জানান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com