আমাদের ভূমিতে যেকোনো উপায়ে ফিরে যাব: আজারবাইজানের প্রেসিডেন্ট

0

আর্মেনিয়ার সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু কোনো দেশের প্রভাবে আর্মেনিয়াকে কোনো ছাড় দেয়া হলে তা মেনে নেয়া হবে না। আমরা আমাদের ভূমিতে যেকোনো উপায়ে ফিরে যাব।

মস্কোতে শান্তি আলোচনার জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের বৈঠকের আগে শুক্রবার (৯ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে আরও একটা সুযোগ দিতে চাই। এটাই তাদের জন্য শেষ সুযোগ।

এদিকে আজারবাইজান এবং আর্মেনিয়া শনিবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসাবে রেড ক্রস মানবিক অভিযানের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করবে এবং দ্রুত দু’দেশের মধ্যে আলোচনা শুরু হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোয় দশ ঘণ্টার আলোচনার পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। নাগর্নো-কারাবাখের বন্দীদের বিনিময় এবং মৃতদেহ উদ্ধারের জন্য শনিবার মধ্যাহ্ন থেকেই যুদ্ধ বিরতি কার্যকর হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com