ট্রাম্প প্রশাসন ‘মার্কিন ইতিহাসে ব্যর্থতম’: কমলা

0

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ নারী কমলা হ্যারিস আরও একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প সরকারের কড়া সমালোচনা করেছেন। ট্রাম্প প্রশাসনকে ‘মার্কিন ইতিহাসে ব্যর্থতম’ বলে আখ্যা দিয়েছেন কমলা। 

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের সল্টলেক সিটিতে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্সের সঙ্গে তর্কযুদ্ধের (ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট) মঞ্চে কমলা হ্যারিস বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসন পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে।’

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর কমলা ওই ডিবেটে আরও বলেন, ‘মার্কিন জনগণ আমাদের দেশের ইতিহাসে ব্যর্থতম প্রশাসনকে দেখেছে।’

ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, করোনা ভাইরাস ‘গুজবমাত্র’। ট্রাম্প প্রশাসন করোনার ঝুঁকিকে শুরু থেকেই গুরুত্ব দেয়নি।’

এর আগে গেল মাসের মাঝামাঝি কমলা হ্যারিসের ‘মার্কিন নাগরিকত্ব’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প।

মার্কিন সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অথবা ভাইস প্রেসিডেন্ট হতে হলে জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে হবে। আগামী ৩ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন ৫৫ বছর বয়সী কমলা হ্যারিস। এই প্রথম কোনও কৃষ্ণাঙ্গ-এশিয়ান ও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com