টাইম ম্যাগাজিনে জঘন্য ব্যাক্তিদের তালিকায় সেরা নরেন্দ্র মোদী

0

বুধবার ২০২০ সালের জন্য বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এ বছর এই তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় রাজনীতিবিদ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সম্পাদকের নোটে তার সম্পর্কে এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিভক্তিকর রাজনীতি সম্পর্কে জঘন্য সমালোচনাই শুধু করা হয়েছে।

এ ব্যাপারে ভারতীয় মিডিয়া একেবারে চুপ। এই নীরবতার সমালোচনা করেছেন দেশটির অনেক সাংবাদিক এবং মোদির কট্টর সমালোচকরা। কার্ল বিবেক তার সম্পাদকীয় নোটে উল্লেখ করেন যে মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতের প্রধানতম দুটি বৈশিষ্ট্য সেক্যুলারিজম ও বহুত্ববাদকে ছেটে ফেলা হচ্ছে।

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মোদির ছবির নীচে নোটে বিবেক লিখেন: দালাই লামা যেসব বিষয়কে সৌহার্দ্য ও স্থিতিশীতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন… নরেন্দ্র মোদি সেগুলোকে সন্দেহের মধ্যে ঠেলে দিয়েছেন। দেশটির প্রায় ৮০% হিন্দুর মধ্য থেকে প্রায় সব প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু মোদি এমনভাবে শাসন করছেন যেন আর কেউ কোন বিষয় নয়।

বিবেক বলেন, বিজেপি শুধু এলিটিজমকেই প্রত্যাখ্যান করেনি, বহুত্ববাদকেও প্রত্যাখ্যান করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com