সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি আনোয়ার ইব্রাহিমের

0

মালয়েশিয়ায় নতুন সরকার গঠন করার ইঙ্গিত দিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। এ জন্য আইনপ্রণেতাদের ‘জোরালো সংখ্যাগরিষ্ঠতা’ নিশ্চিত করেছেন বলেও তার দাবি।

নানা টানাপোড়েনের পর মালয়েশিয়ার বর্তমান জোট সরকার ক্ষমতায় আসে চলতি বছরের মার্চে। ২০১৮ সালের মে মাসে ফের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া মাহাতির মোহাম্মদকে হটিয়ে নতুন প্রধানমন্ত্রী হন মুহিইদ্দিন ইয়াসিন।

এর মধ্যে নতুন সরকার গঠনের ইঙ্গিত দিলেন আনোয়ার ইব্রাহিম। জানালেন, এ জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছেন তিনি। কিন্তু কতজন এমপি’র সমর্থন পেয়েছেন সেই সংখ্যাটি প্রকাশ করেননি বিরোধীদলীয় জোট পাকাতান হারাপানের এই নেতা।

তবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাতের প্রয়োজন বলে জানিয়েছেন আনোয়ার। কেননা সরকার পরিবর্তন করতে গেলে রাজার সমর্থন পাওয়ার দরকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com