যুক্তরাষ্ট্রে উই চ্যাট-টিকটক বন্ধের ঘোষণায় চীনের হুঁশিয়ারি

0

যুক্তরাষ্ট্রে চীনা জনপ্রিয় অ্যাপ ‘টিকটক’ ও ‘উই চ্যাট’ বন্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে চীন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত অযথা হয়রানি। ওয়াশিংটনের এ ধরনের সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন অ্যাপ স্টোরে উইচ্যাট ও টিকটক ডাউনলোডে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাস্ট্র। জাতীয় সুরক্ষা নিশ্চিতে রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে তা কার্যকর হবে বলেও জানানো হয়। প্রযুক্তি নিয়ে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও মার্কিন বিনিয়োগকারীদের কাছে টিকটক বিক্রির জন্য ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতার মধ্যেই এমন সিদ্ধান্ত এলো।

তার আগে, গত আগস্টে বিভিন্ন অ্যাপের আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে এইসব অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com