রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকায় ‘হতাশ’ বাংলাদেশ

0

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখন পর্যন্ত আমরা বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি আস্থাশীল। তবে আমরা আরও স্বচ্ছ ও দক্ষ জাতিসংঘ চাই। জাতিসংঘের বর্তমান কাঠামো যে যথেষ্ট কার্যকর নয়, সেটি নিরাপত্তা পরিষদের ভোটাধিকার হোক কিংবা প্রবল শক্তিধর দেশগুলোর দ্বৈরথেই হোক না কেন।’

তিনি বলেন, ‘তৃণমূলে জাতিসংঘ রোহিঙ্গাদের সহায়তা করলেও মূল সমস্যা সমাধানে সংস্থাটি স্পষ্ট কোনও পথনকশা দিচ্ছে না।’

ওয়েবিনারে অংশ নিয়ে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সমরি শরণ বলেন, ‘বর্তমান বিশ্ব হচ্ছে এশিয়ার বিশ্ব এবং জাতিসংঘে এশিয়ার সঠিক প্রতিনিধিত্ব থাকতে হবে ‘

এশিয়ার দেশগুলোকে জটিলতা দূর করে একসঙ্গে কাজ করার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘চীন ও ভারত এবং অন্যান্য দেশ একসময়ে সংলাপে বসবে এবং নিজেরা বিষয়টি সমাধান করবে।’

ওয়েবিনারটির সঞ্চালনা করেন সাবেক পররাষ্ট্র সচিব এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো মোহাম্মদ শহীদুল হক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com