বাইডেনের মাদক পরীক্ষা হোক, দাবি ট্রাম্পের

0

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এবার এতে মুখোমুখি বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেমোক্রেট জো বাইডেন। এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। 

এমন পরিস্থিতিতে বাইডেনের বিরুদ্ধে এবার মাদক সেবনের অভিযোগ তুললেন ট্রাম্প। তবে সরাসরি নয়, একটু ঘুরিয়ে। সম্প্রতি এক মার্কিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলে বসলেন, ‘‘উনি নিশ্চয়ই কিছু একটা নেন। না-হলে বিতর্কসভায় এমন পারফরম্যান্স!’’ট্রাম্পের দাবি, কিছু দিন আগেও মঞ্চে থাকাকালীন নিষ্প্রাণ শোনাত বাইডেনকে। ‘চূড়ান্ত অপদার্থ’। তবে সাম্প্রতিক কিছু বক্তৃতায় দেখা গেছে, বাইডেন অসম্ভব উন্নতি করেছেন। কীভাবে? এই প্রসঙ্গেই ট্রাম্প বলেন, ‘‘কিছু একটা না নিলে ওর কথা বা চিন্তাভাবনায় এতখানি স্বচ্ছতা আসার কথা নয়।’’ এখানেই শেষ নয়, ২৯ সেপ্টেম্বর দু’জনের মুখোমুখি বিতর্কসভা শুরুর আগে বাইডেনের মাদক পরীক্ষার দাবিও জানালেন ট্রাম্প। বললেন, ‘‘আমারও পরীক্ষা হোক, আপত্তি নেই।’’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com