পাকিস্তানে চলন্ত ট্রেনে বিস্ফোরণ, নিহত ৬৫
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণে রহিম ইয়ার খান শহরে ট্রেনের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে করাচি থেকে রাওয়ালাপিন্ডি যাওয়ার পথে লিয়াকতপুরে এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের জিও টিভির খবর, বিস্ফোরণের আগুনে ট্রেনের তিনটি বগি ধ্বংস হয়েছে। এর মধ্যে দুটি ইকনোমিক ক্লাস এবং একটি বিজনেস ক্লাসের বগি।
উদ্ধার দলের প্রধান বাকির হুসাইন নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের পরিচয় ডিএনএ’র মাধ্যমে শনাক্ত করা হবে।
এদিকে, পাকিস্তানের রেলওয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ আগুনের ঘটনা ঘটে।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ বলেন, “দুটি রান্নার চুলা বিস্ফোরণে উড়ে গেছে। রাঁধুনিরা তখন রান্না করছিল, তাদের কাছে রান্নার তেল ছিল, যা আগুনে জ্বালানি যোগ করেছে।”
বেশিরভাগ মৃত্যু ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে মারা গেছে বলেও জানান রেলমন্ত্রী।