এবার মুঘল জাদুঘরের নামও বদলে ফেলবে হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ

0

ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক আগ্রা নগরীতে নির্মাণাধীন মুঘল জাদুঘরের নাম বদলের ঘোষণা দিয়েছে রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মারাঠা আইকন ছত্রপতি শিবাজী মহারাজের নামানুসারে এটির নামকরণের ঘোষণা দিয়েছেন এই হিন্দুত্ববাদী বিজেপি নেতা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) যোগী সরকারের এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে, নগরীর উন্নয়ন কাজ পর্যালোচনার এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মুঘলরা কিভাবে আমাদের নায়ক হতে পারে?’

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত তিন বছর ধরে উত্তর প্রদেশের রাজ্য ক্ষমতায় রয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। এই সময়ের মধ্যে ওই রাজ্যের বেশ কিছু স্থান ও স্থাপনার নাম বদল করেছে সে। ঐতিহাসিক শহর এলাহাবাদের নামও বদল করে প্রয়াগরাজ করেছে।

জাদুঘরের নাম পরিবর্তনের পর হিন্দিতে লেখা এক টুইট বার্তায় হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ লিখেছেন, আগ্রায় নির্মাণাধীন জাদুঘরটি পরিচিত হবে ছত্রপতি শিবাজী মহারাজের নামে।

উত্তর প্রদেশের পূর্ববর্তী অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সরকারের আমলে ২০১৫ সালে জাদুঘরটি নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। দিল্লি থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে ঐতিহাসিক স্থাপনা ‘তাজ মহল’-এর কাছে ছয় একর জায়গার ওপর নির্মাণ হচ্ছে জাদুঘরটি। মুঘল সংস্কৃতি, শিল্পকলা, চিত্রশিল্প, রন্ধণশৈলী, পোশাক, মুঘল আমলের অস্ত্র-শস্ত্র এবং প্রদর্শনযোগ্য শিল্প নিদর্শন প্রাধান্য দিয়ে জাদুঘরটি নির্মাণের পরিকল্পনা করা হয়।

উল্লেখ্য, প্রায় তিন শতাব্দী ধরে ভারত শাসন করেছে মুঘল সাম্রাজ্য। ১৫২৬ থেকে ১৫৪০ সালের পর আবার ১৫৫৫ সাল থেকে শুরু করে ১৮৫৭ সাল পর্যন্ত ভারতের বেশিরভাগ এলাকার শাসন ক্ষমতা ছিলো মুসলিম মুঘল শাসকদের হাতে। তাজ মহল, লাল কেল্লাসহ আগ্রা ও দিল্লির বেশ কিছু স্মারক স্থাপনা নির্মাণের কৃতিত্ব মুঘল শাসকদের। আর এসকল নিদর্শন ধ্বংস করতে লেগে পড়েছে বিজেপি নেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com