সরকারের বিরুদ্ধে আন্দোলনের পর বেলারুশের বিরোধী নেত্রী গুম

0

সরকারের বিরুদ্ধে আন্দোলনের পর গুম হয়েছেন বেলারুশের বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোলেসনিকোভা। সোমবার রাজধানী মিনস্ক থেকে তাকে অপহরণ করা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মুখোশপরা ব্যক্তিরা তুলে নিয়ে গেছে কোলেসনিকোভাকে। এরপর তাকে একটি মিনিভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে। ওই বিক্ষোভ থেকে বেশ কিছু বিক্ষোভকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

খবরে আরও বলা হয়, গেলো আগস্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে প্রতিবাদে নামে সরকার বিরোধীরা। এরই ধারাবাহিকতায় মিনস্কে গণর‌্যালি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৬৩৩ বিদ্রোহী গ্রেফতার করে দেশটির সরকারি প্রশাসন। যদিও কোলেসনিকোভাকে গ্রেফতারের কথা অস্বীকার করেনি দেশটির পুলিশ।

উল্লেখ্য, গত ৯ আগস্ট বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোকে চ্যালেঞ্জ জানাতে একত্রিত হয়েছিলেন তিনজন নারী নেত্রী। তার মধ্যে রাজনীতির মাঠে সর্বশেষ সক্রিয় ছিলেন কোলেসনিকোভা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com