‘বিশ্ব মুখে কুলুপ এঁটে বসে থাকলেও কাশ্মীর ইস্যুতে পাকিস্তান চুপ থাকবে না’

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পৃথিবীর বেশকিছু রাষ্ট্র বাণিজ্যিক উদ্দেশ্যে কাশ্মীরে ভারতীয় অবৈধ আগ্রাসনের বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকলেও পাকিস্তান চুপ করে বসে থাকবে না।

একটি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

কাশ্মীর ইস্যুটির কথা উল্লেখ করে ইমরান খান বলেন, তিনি চান ওআইসি কাশ্মীরে নেতৃস্থানীয় ভূমিকা পালন করুক। তাছাড়া সৌদি আরবের সাথে পাকিস্তানের সর্বদা ভ্রাতিত্বের সম্পর্ক ছিল। তাদের সাথে আমাদের সর্বদা বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে।

ইমরান খান বলেন,যখন আমরা ক্ষমতায় আসি তখন আমরা ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম। যেকোনো পাকিস্তানির চেয়ে ভারতকে আমার ভালো করেই চেনা। চরমপন্থী সরকার এখন সেখানকার ক্ষমতায় রয়েছে। তাছাড়া আরএসএসও একটি চরমপন্থী সংঘটন।

তিনি বলেন,ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা বিজেপি সরকার হিন্দুত্ববাদী সংঘটন আরএসএসের দর্শন মোতাবেক উগ্রপন্থা অবলম্বন করে চলেছে। এটা স্পষ্ট যে আরএসএস ও বিজেপি নাৎসি কর্তৃক প্রভাবিত উগ্রবাদী সংঘটনদের দল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com